ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে এক মাসের মধ্যেই শ্রমিকদের পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে

প্রকাশিত: ০৯:০২ এএম, ০৫ মার্চ ২০১৭

সৌদিতে এক মাসের মধ্যেই শ্রমিকদের পাসপোর্ট ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের মালিকদের কাছে থাকা শ্রমিকদের পাসপোর্ট এক মাসের মধ্যে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে।

গত বছরের জুলাই মাসে মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছিল, মালিকরা তাদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবেন না। কোনো মালিক তার প্রতিষ্ঠানের বিদেশী শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখলে তাকে শ্রমিক প্রতি ২ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।  

ওই ঘোষণার পরেও কিছু প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে জব্দ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল খাইল জানিয়েছেন, মন্ত্রণালয় শ্রমিকদের অধিকার রক্ষা এবং মালিক শ্রমিকদের মধ্যে চুক্তিমূলক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১০ সালে এক গবেষণার পর জামিনদার প্রথা বিলুপ্তির আহ্বান জানায় দ্য ন্যাশনাল সোসাইটি ফর হিউমেন রাইটস (এনএসএইচআর)।

সেসময় সংস্থাটি পরামর্শ দিয়েছিল যে, নিজের পরিবারের সদস্যদের ফোন করা এবং হজে অংশ নেয়ার জন্য কোনো শ্রমিকের তার মালিকের কাছ থেকে কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

এনএসএইচআরের মহাসচিব খালিদ আল ফাখরি বলেছেন, শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করে রেখে দেয়া মানব পাচারের মতই। পাসপোর্ট একটি ব্যক্তিগত দলিল। পাসপোর্ট নিয়ে নেয়ার অধিকার কারো নেই।

টিটিএন/পিআর

আরও পড়ুন