ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ল্যাবরেটরিতে ‘কৃত্রিম জীবন’

প্রকাশিত: ০৩:১০ এএম, ০৫ মার্চ ২০১৭

শুধুমাত্র স্টেম সেল ব্যবহার করে প্রথম ইঁদুরের ভ্রূণ তৈরির সাফল্যে পর বিজ্ঞানীরা এখন আরো বড় স্বপ্ন দেখছেন। তাদের আশা, খুব শিগগিরই হয়তো কৃত্রিম উপায়ে মানুষের জন্ম দেয়া সম্ভব হবে।

সম্প্রতি স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রুণ তৈরি করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

গবেষণায় দুই ধরনের স্টেম সেল ব্যবহার করেছেন বিজ্ঞানীর। জীবন্ত এই ভ্রূণটি তৈরি হতে সময় লেগেছে মাত্র চার দিন। বলা হচ্ছে, বিশ্বে এ ধরনের বৈজ্ঞানিক সাফল্য এটিই প্রথম।

কোন ধরনের শুক্রাণু বা ডিম্বাণু ছাড়াই বিজ্ঞানীরা এই প্রথম জীবন্ত ভ্রূণ তৈরি করলেন।

বিষয়টিকে জিন-প্রকৌশলের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

কিংস কলেজের অধ্যাপক ড. ডাস্কো ইলিচ বলেছেন, এটা দারুণ একটা ঘটনা। গবেষণাগারে জীবনের প্রথম ধাপটি আবিষ্কারের অর্থ হচ্ছে বিজ্ঞানের খুবই অগ্রসর এক অর্জন। সূত্র: বিবিসি।

এনএফ/এমএস

আরও পড়ুন