ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইবোলা পরীক্ষার ফল ১১ মিনিটেই

প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৯ এপ্রিল ২০১৫

ইবোলা ভাইরাস পরীক্ষার ফলাফল এখন থেকে মাত্র ১১ মিনিটেই পাওয়া যাবে। বৃহস্পতিবার জাপানের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।

গবেষকরা বলেছেন, তারা পরীক্ষার পদ্ধতি এতোটাই উন্নত করেছেন যে ১১ মিনিটেই ফলাফল হাতে পাওয়া সম্ভ। এতোদিন এ পরীক্ষার জন্যে ৯০ মিনিট সময় লাগতো।

প্রফেসর জিরো ইয়াসুদা বলেন, এখন থেকে খুব কম সময়ে ইবোলা পরীক্ষার ফলাফল জানা যাবে।

গত মাসে গিনিতে নতুন পদ্ধতিতে এক`শ জনের ওপর পরীক্ষা চালিয়ে ৪৭ জনের শরীরে ইবোলা পাওয়া গেছে। নাগাসাকি ইউনিভার্সিটি’র ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন এ পরীক্ষা চালায়।

গিনি সরকার দ্রুত ইবোলা পরীক্ষার জন্যে সরঞ্জাম পাঠাতে ইনস্টিটিউট ও এর সহযোগী অংশীদার তোশিবাকে অনুরোধ জানিয়েছে।

বর্তমানে যে পদ্ধতিতে ইবোলা পরীক্ষা করা হচ্ছে তাকে বলা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশান সংক্ষেপে পিসিআর। এতে অন্তত ৯০ মিনিট ক্ষেত্র বিশেষে দু’ঘণ্টাও সময় লাগে।

আক্রান্ত ব্যক্তির শরীরের ফ্লুইড থেকে ইবোলা অন্যের শরীরে সংক্রমিত হয়। পশ্চিম আফ্রিকায় গত ২০১৩ সালের ডিসেম্বরে ইবোলা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে।

একে /আরআইপি