মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ই-মেইল কেলেঙ্কারির অভিযোগ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিরুদ্ধে সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ উঠেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। গত বছরের নভেম্বরে নির্বাচনের আগে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি নিয়ে সমালোচনা করেছিলেন পেন্স। এবার নিজেই সেই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন।
ইন্ডিয়ানা পোলিস স্টার নামে দেশটির একটি সংবাদপত্র এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সংগৃহীত ই-মেইলে দেখা গেছে, মাইক পেন্স কখনো কখনো ‘স্পর্শকাতর বিষয়’ ও ‘হোমল্যান্ড সিকিউরিটি বিষয়’ নিয়ে আলোচনার জন্য ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।
ইন্ডিয়ানা পোলিস স্টার বলছে, গত বছরের মাঝের দিকে মাইক পেন্সের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। ‘পাবলিক রেকর্ডস’ অনুরোধের আওতায় পত্রিকাটি ই-মেইলগুলো সংগ্রহ ও প্রকাশ করেছে।
এর আগে নির্বাচনী প্রচারণার সময় মােইক পেন্স ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ এনে বিরোধী দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের কড়া সমালোচনা করেছিলেন।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিষিদ্ধ নয়। তবে এগুলো সরকারি তথ্য হিসেবে সংরক্ষণের নিয়ম রয়েছে।
এসআইএস/এমএস