ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১২০০ নারীর সঙ্গে শুয়ে গ্রেপ্তার বৃদ্ধ

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

ফিলিপিন্সের শিক্ষক ইউহেই তাকসিমার বয়স ৬২ বছর। আর গত ২৭ বছরে তিনি ৬৭টি দেশের প্রায় ১২০০ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এদের মধ্যে বেশিরভাগেরই বয়স ষোল বা তার কম।

এই নারীসঙ্গের স্মৃতি ধরে রাখতেই অন্তরঙ্গ মুহূর্তের প্রায় ৪০০ ছবিও তুলে রেখেছিলেন তাকসিমা। আর সেই ছবিই হলো কাল।

পুলিশ গ্রেপ্তার করেছে তাকসিমাকে। অভিযোগ নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন।

এই অপরাধে ৬২ বছরের তাকসিমার এখন কী সাজা হবে তা-ই নির্ধারণের চেষ্টা করছে আইন।

এসআরজে