ইউরোপীয়দের ব্রিটেনে থাকার পক্ষে ভোট
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও ব্রিটেনে বসবাসরত ত্রিশ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেবার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। ব্রেক্সিটের পর পার্লামেন্টে একটি বিল পাসের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, ব্রিটেনে থাকা ইউরোপীয়দের আশ্বস্ত করতে চান তিনি। কিন্তু ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশদেরও একইভাবে সেই সুরক্ষা পাওয়া উচিত।
ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় নাগরিকদের দ্য থ্রি মিলিয়ন গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মেইকি বোন পার্লামেন্টের এই ভোটকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রেক্সিট হওয়ায় আমাদের পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল।
আমরা অনেকেই কয়েক যুগ আগে এখানে এসেছি। এখানেই অনেকে সংসার করছি। ব্রিটেনের ভালোমন্দ নিয়ে আমাদের ভাবনা আছে, আমরা এখানে কাজকর্ম করি। অনেকেই নাগরিকত্বও পেয়েছে। কিন্তু ব্রেক্সিটের ফলে আমাদের পরিচিতি হুমকির মুখে পড়েছে।
বোন আরো বলেন, ইউরোপীয়দের মধ্যে যারা এই মূহুর্তে কাজ করছে না বা স্থায়ী বসবাসের অনুমতিপত্র পায়নি তারা চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। আর সে কারণেই হাউজ অব লর্ডসের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন তিনি।
গত বছর জুনে গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ব্রেক্সিট সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
টিটিএন/আরআইপি