ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদীর বাংলাদেশ সফর নিশ্চিত : ডেপুটি স্পিকার

প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তির বিষয়ে আগ্রহী। তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফজলে রাব্বী মিয়া।

ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩২তম সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ২৮ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই চুক্তিগুলো সম্পর্কে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ইসলামের নামে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গীবাদ বন্ধ করতে এই সম্মেলনে আগত জ্যেষ্ঠ সাংসদরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ (এমপি), নূরুল ইসলাম মিলন (এমপি) ও সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল।

এমজেড/বিএ/এমএস