ভারতের রাষ্ট্রপতি ভবনে শিল্পী শাহাবুদ্দিনের ৫ দিন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ভবনে পাঁচদিনের সফর শেষ করেছেন।
১৮ থেকে ২২ ফেব্রুয়ারি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ভবনে থেকেছেন।
বিশ্বজুড়েই সুনাম ও খ্যাতি অর্জন করেছেন আহমেদ। তিনি ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে তিনি ইকোলে সুপারিওর দেস বিয়াক্স আর্টস দে প্যারিস থেকে স্কলারশিপ পান।
ভারতে সফরকালে রাষ্ট্রপতি ভবনে শাহাবুদ্দিন আহমেদের ‘শান্তি’ শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ভারতে বিদেশী কোনো শিল্পী হিসেবে প্রথম রাষ্ট্রপতি ভবনে পাঁচদিন সফর করলেন আহমেদ। এটি তার এবং বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।
বিশ্বের অনেক জায়গায় শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। তার আঁকা ছবি ফ্রান্স, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশের জাতীয় জাদুঘরসহ বিভিন্ন গ্যালারি এবং ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।
টিটিএন/পিআর