ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে যুদ্ধক্ষেত্রে নারী সাংবাদিক নিহত

প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ইরাকের মসুলে যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে বোমায় প্রাণ হারিয়েছেন কুর্দি সাংবাদিক শিফা গার্দি। এই নারী সাংবাদিক কুর্দি ভাষার ইরাকি টিভি চ্যানেলে `রুদাও`-এ কাজ করতেন। সম্প্রতি এ ঘটনায় টেলিভিশন চ্যানেলটির ক্যামেরাম্যান ইউনিস মুস্তাফা আহত হয়েছেন।

পশ্চিম মসুল থেকে আইএস জঙ্গিদের উৎখাত করতে তিনদিন ধরে সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। খবর বিবিসি ও আল জাজিরার। রুদাও টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, শিফা গার্দি মসুলের পশ্চিম তীরে অগ্রগামী ইরাকি সেনাদের খবর সংগ্রহ করার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে তিনি মারা যান।

শিফার মৃত্যুতে গভীর শোক জানিয়ে রুদাও আরও বলেছে, নিহত ৩০ বছর বয়সী এই নারী সাংবাদিক ইরাকে সাংবাদিকতার গৎবাঁধা রীতি ভাঙতে সক্ষম হন, যেখানে দেশটির বেশিরভাগ সাংবাদিকই পুরুষ

এমঅারএম/এমএস

আরও পড়ুন