ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় ৩০০ কুর্দিকে অপহরণ করেছে আল-কায়েদা

প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

সিরিয়ায় তিনশ’ কুর্দিকে অপহরণ করেছে আল-কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট। দেশটির উত্তরাঞ্চলে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

কোবানি ক্যান্টনের কর্মকর্তা ইদ্রিস নাসান বলেছেন, আফরিন শহর থেকে আলেপ্পো এবং দামেস্ক ভ্রমণের সময় রোববার সন্ধ্যায় তাদেরকে অপহরণ করা হয়। এ শহরটি কুর্দিদের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, “তারা নারী ও শিশুদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু অপহরণ করে রেখেছে ৩শ’ পুরুষ এবং তরুণদেরকে।”

“আলেপ্পো থেকে ২০ কিলোমিটার পশ্চিমের তুকাদ গ্রাম থেকে তারা তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর তাদেরকে ইদলিব প্রদেশের আল-ডানা শহরে নিয়ে যায়।”

কুর্দি পার্টি ইন ইউরোপ (পিওয়াইডি) এর মুখপাত্র ৩শ’ জন অপহৃত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে কোন দল তাদেরকে ধরে নিয়ে গেছে তা জানেন না বলে জানান তিনি।

মুখপাত্র বলেন, “তারা বাসে করে ভ্রমণ করছিল। পরে তাদেরকে একটা তল্লাশিকেন্দ্রে থামানো হয়। তারা সবাই ছিল বেসামরিক নাগরিক, যোদ্ধা নয়।”

এসআরজে