জার্মানিতে আশ্রয় চেয়েছে তুরস্কের ১৩৬ কূটনীতিক
জার্মানিতে আশ্রয় চেয়েছে তুরস্কের ১৩৬ কূটনীতিক। জার্মানির তরফ থেকে জানানো হয়েছে, তুরস্ক থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য এ পর্যন্ত ১৩৬টি আবেদন এসেছে। এদের মধ্যে অধিকাংশই কূটনৈতিক পাসপোর্টধারী। খবর বিবিসির।
গত বছরের জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর থেকেই দেশটি থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন জানানো হয়।
গত বছরের আগস্ট থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত এসব আবেদন এসেছে। এদিকে, তুরস্কের তরফ থেকে জার্মান সরকারকে কোনো সেনা সদস্যের আবেদন গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে, গ্রিসে আশ্রয়ের জন্যও আবেদন জানিয়েছেন দুই তুর্কি সেনা।
টিটিএন/এমএস