ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সবচেয়ে দীর্ঘ সময় কারাবন্দি সাংবাদিকের মুক্তি

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

১৮ বছর জেল খাটার পর অবশেষে কারামুক্ত হয়েছেন উজবেকিস্তানের সাংবাদিক ও বিরোধী দলের কর্মী মুহাম্মদ বেকজানোভ।

দেশটির প্রয়াত রাষ্ট্রপতি ইসলাম করিমোভকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে তদার বিরুদ্ধে। তবে তিনি বলছেন, নানা স্বীকারোক্তি আদায়ে তাকে নির্যাতন করা হয়েছে।

নির্বাসিত বিরোধী দলীয় নেতা মুহাম্মদ সালিহের ভাই বেকজানোভ।

তিনি এবং তার এক সহকর্মীকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি সময় ধরে কারাগারে থাকা সাংবাদিক। তার সহকর্মী ইউসুফ রুজিমুরাদোভ এখনো কারাগারে আছেন।  

বিবিসির একজন বিশ্লেষক বলছেন, বেকজানোভের এই কারামুক্তিতে বর্তমান সরকারের নীতি পরিবর্তনের প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে।

এনএফ/আরআইপি

আরও পড়ুন