বিশ্বে সবচেয়ে বেশি গড় আয়ু দক্ষিণ কোরিয়ার নারীদের
বিশ্বে সবচেয়ে বেশি গড় আয়ু দক্ষিণ কোরিয়ার নারীদের। ২০৩০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার নারীদের গড় বয়স হবে ৯০ বছরের বেশি। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
ইম্পেরিয়াল কলেজ লন্ডন অ্যান্ড ওয়াল্ড হেলথ অরগ্যানাইজেশন ৩৫টি শিল্পোন্নত দেশের মানুষের গড় আয়ুর ওপর এই গবেষণা চালিয়েছে।
ওই গবেষণায় ২০৩০ সালের মধ্যে মানুষের গড় আয়ু বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। এছাড়া বেশির ভাগ দেশেই নারী-পুরুষের গড় আয়ুর ব্যবধানও কমতে পারে। গবেষকরা জানিয়েছেন, বয়স্কদের পেনসন এবং যত্ন বাড়িয়ে দেয়াটা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওই গবেষণা দলের অধ্যাপক মাজিদ ইজ্জতি বিবিসিকে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার নাগরিকরা প্রয়োজনীয় অনেক কিছুই পেয়েছেন।
তারা উপযুক্ত আবাসস্থল পেয়েছেন। শিক্ষা, পুষ্টির মতো নিত্যপ্রয়োজনীয় সুবিধাগুলোও পাচ্ছেন। এর ফলে তারা উচ্চমাত্রার স্নায়ুচাপের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছেন।
এর আগে জাপান সবচেয়ে দীর্ঘায়ুর দেশ ছিল। কিন্তু শিগগিরই বিশ্বে গড় আয়ুর তালিকায় নিচের দিকে নেমে আসবে দেশটি।
টিটিএন/পিআর