ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিবীয় উপকূলে ৮৭ শরণার্থীর মৃতদেহ

প্রকাশিত: ০৩:০৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ। এরা সবাই আফ্রিকার অভিবাসী। ধারণা করা হচ্ছে তারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়েছেন। খবর বিবিসির।

উপকূলের কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় ওই নৌকায় উঠেছিলেন।

আরো মৃতদেহ পাওয়া যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে।

মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। মৃতদেহগুলো ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।

গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।

গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

টিটিএন/পিআর

আরও পড়ুন