ভারত সীমান্তে চীনা সেনাবাহিনী
আবারও ভারত সীমান্তে চীন সৈন্যদের অনুপ্রবেশ প্রতিহত করলো ভারতীয় জওয়ানরা। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সম্প্রতি লাদাখে দুই দেশের সীমান্ত বরাবর লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি) এ দুইবার মুখোমুখি অবস্থানে চলে আসে ভারতীয় জওয়ান ও চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা। প্রথমবার এই অনুপ্রবেশের ঘটনা ঘটে ২০ মার্চ। একই ঘটনার পুনরাবৃত্তি ২৮ মার্চ ঘটায় চীনের সেনাবাহিনী।
ধারনা করা হয় যে, চীনা সেনার টার্গেট ছিল ভারতের সর্বশেষ ফাঁড়ি ‘ওল্ড প্যাট্রল পয়েন্ট’-এ পৌঁছানো। কিন্তু, ভারতীয় জওয়ানরা রুখে দাঁড়ানোয় ফিরে যায় চীনারা।
মূলত এলএসি বরাবর ভারত ও চীন প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করে। কিন্তু, অরুণাচল প্রদেশে ৯০ হাজার বর্গ কিলোমিটার এবং জম্মু ও কাশ্মীরে ৩৮ হাজার বর্গ কিলোমিটার নিজেদের বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে বেইজিং।
আরএএইচ/এলএ/আরআইপি