ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার আনসারুল্লাহ`র বিরুদ্ধে সৌদি কমান্ডোরা

প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৫ এপ্রিল ২০১৫

ইয়েমেনের চলমান আগ্রাসনে সৌদি আরবের কমান্ডোদের নামানো হয়েছে। সৌদি এক উচ্চ পদস্থ উপদেষ্টা এ কথা স্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এ উপদেষ্টা বলেন,  ইয়েমেনে সৌদি নৌ ও সেনাবাহিনীর কমান্ডোরা সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। ইয়েমেনের বন্দরনগরী এডেনে পলাতক ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনীকে সৌদি কমান্ডোরা অস্ত্র ও যোগাযোগের যন্ত্রপাতি যুগিয়েছে বলেও তিনি জানান ।  খবর পিসটিভি।

এ উপদেষ্টা স্বীকার করেন, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে চলমান আগ্রাসনে সৌদি নৌবাহিনী সমন্বয় ও দিক-নির্দেশনা দিচ্ছে।  বাব-আল-মান্দেব প্রণালীতে অবস্থিত মাইয়ুন দ্বীপে আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে সৌদি কমান্ডোদের নামানোর বিষয়টিও অবহিত করেন তিনি। গত বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে সৌদি কমান্ডোদের অভিযান অব্যাহত থাকবে।

অবশ্য, `বিশেষ বাহিনী` নামে পরিচিত সৌদি কমান্ডোদের কী পরিস্থিতিতে ইয়েমেনে নামানো হয়েছে বা তাদের সামরিক অভিযান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেন নি এ কর্মকর্তা।  এ সব অভিযানে ক্ষয়ক্ষতির বিবরণও এ উপদেষ্টার কাছ থেকে পাওয়া যায় নি।

এসএস/আরআই