ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জাতিসংঘের প্রশ্ন

প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সিরিয়াতে যুক্তরাষ্ট্র ও দেশটির সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কী ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিরিয়া-বিষয়ক জাতিসংঘ দূত স্তেফান দো মিসতুরা।

জার্মানির মিউনিখে জাতীয় নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে এক আলোচনায় এ প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরো বলেন, সংঘাত নিয়ন্ত্রণে তিনটি কৌশলের মধ্যে আটকে আছে ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কেবল আইএসের সঙ্গে যুদ্ধই করতে চান না তাদের পরাজিত করতে চান।

সঙ্কটের রাজনৈতিক সমস্যার বিষয়েও আলোকপাত করেন তিনি।

এনএফ/আরআইপি

আরও পড়ুন