চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র
চীনের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াংইয়ং ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, মুচিন চীনের অর্থমন্ত্রী জিয়াও জে, অর্থনৈতিক-বিষয়ক মন্ত্রী লিউ হে ও পিপলস ব্যাংকের গভর্নর ঝৌ জিয়াওচৌহানের সঙ্গেও টেলিফোনে আলাপ করেন।
টেলিফোনে আলাপকালে মুচিন তার আমলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক জোরদার এবং একটি আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি আন্তর্জাতিক ফোরামে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই দেশের বলিষ্ঠ নেতৃত্বে কেবল যুক্তরাষ্ট্র ও চীনই নয়, বৈশ্বিক অর্থনীতিও উপকৃত হবে।
মার্কিন মন্ত্রী বলেন, তিনি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
এমআরএম/এমএস