ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাহলে মিথ্যা বললেন স্মৃতি ইরানি!

প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ করার ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিপণী সংস্থা।

শনিবার ওই বিপণীর মুম্বাইয়ের সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

স্বামীর সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়ে শুক্রবার ক্যান্ডোলিমের একটি জনপ্রিয় পোশাক বিপণীর শোরুমে গোপন ক্যামেরার সামনে পড়েন স্মৃতি ইরানি। ক্যামেরাটিতে তখন রেকর্ডিং হচ্ছিল। এ ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ অভিযোগ ওঠার একদিন পর পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপণীটির গোয়ার আউটলেটে শুধু পোশাক পরিবর্তনের জায়গাতেই নয়, শোরুমের কোথাও কোনো গোপন ক্যামেরা বসানো নেই। কেবলমাত্র শপিং এরিয়ার মধ্যে নজরদারির জন্য সিসিটিভি বসানো আছে।

তবে বিজেপি নেতা লোবো দাবি করে বলেন, যে সিসিটিভি ক্যামেরায় ট্রায়াল রুমের ছবি তোলা হচ্ছিল, তার ছবি রেকর্ড হচ্ছিল শোরুমের এক ম্যানেজারের ঘরের কম্পিউটারে। ফুটেজ পরীক্ষা করে ধরা পড়ে স্মৃতি যখন ট্রায়াল রুমে ছিলেন, তখন ক্যামেরা রেকর্ডিং মোডেই ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে বিপণীর চার কর্মী পরেশ ভগত, রাজু পয়াঞ্চে, প্রশান্ত নায়েক ও করিম লখানিকে গ্রেফতার করা হয়েছে।

একে/আরআই