ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্যামসাংয়ের প্রধান গ্রেফতার

প্রকাশিত: ১০:১০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতির অভিযোগে স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই লির বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। ৪৮ বছর বয়সী লি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিত্তশালী ব্যক্তি।

শুক্রবার লিকে গ্রেফতার করে সিওল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। কারাগারের যে কক্ষে তাকে রাখা হয়েছে সেখানে একটি ডেস্ক ও একটি টেলিভিশন সেট ছাড়া আর কিছুই নেই।

লির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে যে, তিনি প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দিয়ে প্রভাবিত করেছিলেন। তার গ্রেফতারির পরেই বিশ্ববাজারে স্যামসাংয়ের শেয়ার ০ দশমিক ২ শতাংশ পতন হয়েছে।

মিথ্যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন লি। স্যামসাং গ্রুপের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সত্য উদঘাটনে যথাসাধ্য চেষ্টা করা হবে।

টিটিএন/এমএস

আরও পড়ুন