ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফেরালেন রবার্ট

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অবসরপ্রাপ্ত ভাইস-অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড।

মাইকেল ফ্লিন এ পদ থেকে পদত্যাগ করার পর থেকে সেখানে স্থলাভিষিক্ত হওয়ার জন্য রবার্টের নাম শোনা যাচ্ছিল।

রবার্টের বরাত দিয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলছেন, অর্থনৈতিক এবং পারিবারিক কারণে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে, পদের সঙ্গে তিনি নিজের পছন্দের লোকদের চেয়েছিলেন।

ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে  আলোচনা করেছিলেন তিনি।  

নিজের প্রশাসন দারুণ একটি যন্ত্রের মতো চলছে- হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন দাবি করার কিছুক্ষণ পরই রবার্ট হারওয়ার্ড তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন।

এনএফ/পিআর

আরও পড়ুন