নিউজিল্যান্ডে ভয়াবহ দাবানল
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।
দাবানলের কারণে ক্রিস্টচার্চ এবং প্রতিবেশি সেলউইন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দমকল কর্মীদের সহায়তা করতে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কমপক্ষে ১১টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুরো শহরে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ওই এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হন।
আগুন নেভাতে ১৩০ জনের বেশি দমকল কর্মী, ১৪টি হেলিকপ্টার এবং তিনটি বিমান দক্ষিণ দ্বীপে মোতায়েন করা হয়েছে। আগুনের গতি পরিবর্তিত হয়ে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় আশে পাশের এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
টিটিএন/আরআইপি