ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় আহত আমিরাতের রাষ্ট্রদূতের মৃত্যু

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

কান্দাহারে বোমা হামলায় আহত আফগানিস্তানে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মারা গেছেন। আমিরাতের সরকারি কর্মকর্তারা বলছেন, গত মাসে কান্দাহারে বোমা হামলায় আহত রাষ্ট্রদূত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আব্দুল্লাহ আল কাবি (৬৫) কান্দাহার প্রদেশের গভর্নর গেস্টহাউসে গত ১০ জানুয়ারি বোমা হামলায় আহত হয়েছিলেন।

আবু ধাবির একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করে হামলায় জড়িত না থাকার কথা বিবৃতিতে জানিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবিৃতিতে রাষ্ট্রদূত নিহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের ওই প্রদেশে বোমা হামলায় দুবাইয়ের আরো ৫ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া হামলায় নিহত অন্য ছয়জনের মধ্যে কান্দাহারের ডেপুটি গভর্নর ও দুই জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা ছিলেন।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন