ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ
রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। হোয়াইট হাউসের তরফ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। ওই আলোচনার পর তিনি মার্কিন কর্মকর্তাদের ভুল তথ্য দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গত মাসের শেষের দিকে হোয়াইট হাউস এ বিষয়ে বিচার বিভাগকে সতর্ক করেছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়। সে বলা হয়েছিল, রুশ ব্লাকমেইলের বিষয়ে অবগত ছিলেন ফ্লিন।
এর আগে শীর্ষ ডেমোক্রেটরাও ফ্লাইনকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে ফ্লাইনের পদে অন্তর্বতীকালীন জেন জোসেপ কেইথ কিলোগকে নিয়োগ দেয়া হয়েছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা