ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে স্কি রিসোর্টে বরফ ধসে নিহত ৪

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি স্কি রিসোর্টে বরফ ধসে অন্তত চারজন নিহত হয়েছে। এছাড়া বরফের নিচে চাপা পড়ায় আরো কমপক্ষে পাঁচজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের টিগনেসের ওই রিসোর্টে স্কি করার সময় বরফ ধসের ঘট্না ঘটেছে। রিসোর্টের একটি বন্ধ এলাকায় স্কি করার সময় বরফ ধসে ৯জন চাপা পড়ে। পরে দুর্ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছে পাঁচজন।

দুর্ঘটনার শিকারদের মধ্যে স্কি দলের আট সদস্য ও একজন গাইড রয়েছেন। ৪০০ মিটার এলাকা জুড়ে বরফ বিস্তৃত এলাকায় সর্বোচ্চ চূড়ার উচ্চতা দুই হাজার ১০০ মিটার। অর্ধ-দিবস ছুটির দিনে একটি বিশেষ ব্যস্ত এলাকায় ওই বরফ ধসের ঘটনা ঘটেছে।

আলবার্টভিলের পাশের এক উদ্ধারকারী কর্মকর্তা বিবিসিকে বলেন, বিপুল পরিমাণ বরফের নিচে চাপা পড়া পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এসআইএস/পিআর

আরও পড়ুন