ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২ লাখ মানুষকে

প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ক্যালিফোর্নিয়ার ওরোভিলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই ওই বাঁধ ভেঙে বিপর্যয় তৈরি হতে পারে এমন আশঙ্কায় ওই এলাকায় বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, নর্থ ক্যারোলিনার ওরোভিলে বাঁধ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ওই এলাকার নিম্নাঞ্চলে বসবাসরত লোকজনের দ্রুত সেখান থেকে অন্যত্র সরে যাওয়া উচিত।

Evacuation

ওরোভিলের প্রায় ১৬ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে সিকোর উত্তরাঞ্চলের দিকে চলে যেতে হবে। ইয়োবা শহর, সাটার কাউন্টি এবং অন্যান্য শহরে জরুরি দমকল কর্মীদের জরুরি সেবা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধের জরুরি পানি বেরিয়ে যাওয়ার রাস্তায় ইতোমধ্যেই পানি প্রবাহ শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

Evacuation

গত ৪৯ বছরে এর আগে কখনোই ওই বাঁধের প্রধান পানি প্রবাহের পথে পানি এতটা উপচে পড়েনি। ইতোমধ্যেই হাজার হাজার বাসিন্দা ওই এলাকা ছেড়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন