ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মিরে গোলাগুলিতে ৪ সেনা ও তিন জঙ্গি নিহত

প্রকাশিত: ০৯:৫০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের দক্ষিণ কাশ্মিরের কুলগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার জঙ্গি ও তিন সেনা নিহত হয়েছে। রোববার সকালের দিকে সেনাবাহিনী ও জঙ্গিদের লড়াইয়ে আরো অন্তত তিন সেনা আহত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রীনগরের আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কুলগাঁওয়ে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরের ওই গ্রামে অভিযান চালায়।

এসময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলি চলে। এতে চার জঙ্গি ও তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিন সেনা সদস্য।

আহত তিন সেনা সদস্যকে হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, কুলগাঁওয়ে ওই গ্রামে আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনী।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন