ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ০৬:১০ এএম, ০২ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ আহমেদ রুহান (১৮) নামে বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই-ভাবি ও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

নিহত ইমতিয়াজ আহমেদ রুহান (১৮) যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছিলেন। স্থানীয় সময় গত শনিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার বারস্টো এলাকার হিক্সলিতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুহানের বড় ভাই রুমান (২৮) ও তার স্ত্রী ফারহানা আহমেদ নিপা (২৬) এবং রুহানের বন্ধু মেহেদী ইসলাম সীমান্ত (২২)।

চট্টগ্রামের সন্তান রুহান। তার বাবা ইফতেখার আহমেদ জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এআরএস