রাশিয়ায় ট্রলারডুবিতে নিহত ৫৪, নিখোঁজ ১৫
রাশিয়ার পূর্বাঞ্চলে অখটস্ক সাগরে ট্রলারডুবিতে অন্তত ৫৪ জন নিহত ও ১৫ জন নিখোঁজ রয়েছেন। বুধবার রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় মাগাদান শহর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের কামস্কাটকা উপকূলের কাছে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। খবর- বিবিসি, এএফপি
রাশিয়ার গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৩২ জন আরোহী ছিলেন। `দ্য ড্যানলি ভস্কট` নামের ওই ট্রলারে রাশিয়ার ৭৮ জন নাগরিক ছিলেন। বাকীদের মধ্যে ৪০ জন মায়ামানমারের এবং কয়েকজন ইউক্রেন, লিথুয়ানিয়া ও ভানুয়াতুর নাগরিক ছিলেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে এএফপি আরও জানায়, ট্রলাডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনের মৃতদেহ এবং ৬৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকী ১৫ জন নিখোঁজ রয়েছেন।
এআরএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?