ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস আজ
ইরানের ৩৬তম ইসলামী প্রজাতন্ত্র দিবস আজ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। ১৯৭৯ সালে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন।
জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কি না জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ৯৮ দশমিক ২ শতাংশ ভোট পড়েছিল।
আর এই গণরায়ের মধ্য দিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট রাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেয়া হয় এবং ইরানের জন্য রাজতন্ত্রকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করে।
৩৬ বছর পরও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ইরানী জনগণের সে অটুট আনুগত্য অব্যাহত রয়েছে।
বিএ/আরআইপি