ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জন নিহত
ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে। জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির একটি গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার কিনতামানির বেশ কিছু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণেই বিভিন্ন স্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে।
ভূমিধসের ঘটনায় এক নারী তার সাত এবং এক বছর বয়সী দুই সন্তানসহ নিহত হয়েছেন। রেড ক্রসের ত্রানকর্মী, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো সতর্ক করে জানিয়েছেন, বালিতে আরো ভারি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ওই এলাকায় বৃহস্পতিবার ১৪৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
সোনগান গ্রামের দুই পরিবারের সদস্য বেশ কয়েক ভূমিধসে নিহত হয়েছেন। আরো দু’জন আহত হয়েছেন। ভূমিধসে পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
টিটিএন/এমএস