ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৩ হাজার মার্কিনিকে চাকরি দেবে ইনটেল

প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেল দেশে চাকরির বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। কয়েক হাজার মার্কিন নাগরিককে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। intel

সম্প্রিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইনটেলের প্রধান নির্বাহী ব্রিয়ান ক্রানিছ। বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন তারা।

ওই সাক্ষাতের পরপরই একটি বিশাল ঘোষণা দিয়েছেন ব্রিয়ান। আরিজোনা অঙ্গরাজ্যে কারখানা স্থাপণের ঘোষণা দিয়েছেন তিনি। এই প্রকল্পে ৭ বিলিয়ন ডলার ব্যয় করা হবে।

শুধু তাই নয় তিন হাজার মার্কিনিকে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিয়ান। মার্কিনিদের জন্য এটা একটি বড় সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন