আফগানিস্তানে রেডক্রসের ছয় কর্মীকে গুলি করে হত্যা
আফগানিস্তানের উত্তরাঞ্চলের জোজান প্রদেশে আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
প্রদেশের গভর্নর বিবিসিকে বলেছেন, জোজানের কুশ টেপা এলাকা ওই কর্মীদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া সংগঠনটির আরো দুই কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস ওই দুই কর্মীকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
রেডক্রস তাদের ছয় কর্মীর নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে রেডক্রসের ওই কর্মীদেরকে কারা হত্যা করেছে সেবিষয়ে কিছুই জানায়নি আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠন।
২০১৫ সাল থেকে আফগানিস্তানে সরব আইএস সম্প্রতি দেশটির পূর্বাঞ্চল ও কাবুলে হামলার দায় স্বীকার করেছে। তবে তাৎক্ষণিকভাবে রেডক্রসের কর্মীদের হত্যার দায় স্বীকার করেনি।
অতীতেও দেশটিতে রেডক্রসের সদস্যরা তালেবান জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আফগানিস্তানের জালালাবাদে রেডক্রসের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছিল তালেবান।
এসআইএস/জেআইএম