ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাইবার জগত থেকে ইসরাইলকে মুছে ফেলার হুমকি (ভিডিও)

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ৩১ মার্চ ২০১৫

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছে আন্তর্জাতিক হ্যাকারগোষ্ঠী অ্যানোনিমাস। ফিলিস্তিনে অপরাধ তৎপরতা ও গণহত্যা চালানোর প্রতিবাদে আগামী ৭ এপ্রিল এ সাইবার হামলা চালানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

হলোকাস্ট নামে পরিচিত নাৎসি জার্মানিতে কথিত ইহুদি নিধন অভিযানের নামে এ হামলাকে ‘ইলেক্ট্রনিক হলোকাস্ট’ নামে অভিহিত করেছে এবং ইসরাইলের হলোকাস্ট স্মরণ দিবসের এক সপ্তাহ আগে এ হামলা চালানোর হুমকি দেয়া হলো।

হুমকিতে অ্যানোনিমাস বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অপরাধ তৎপরতার জবাবে বিশ্বের সাইবার জগত থেকে ইহুদিবাদী ইসরাইলের নাম মুছে দেয়া হবে। এ বার্তায় আরও বলা হয়েছে, তেলআবিবের শাসকরা তাদের অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের তৎপরতা থেকে বিরত থাকেনি এবং অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনও বন্ধ করে নি।

এতে বলা হয়েছে, ২০১৪ সালেও গাজা যুদ্ধে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না। ইসরাইলকে শায়েস্তা করার জন্য অ্যানোনিমাস আসছে বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে।


বিএ/আরআইপি