পশ্চিম তীরে বসতি স্থাপনে বিতর্কিত বিল পাস
পশ্চিম তীরে বসতি স্থাপনে একটি বিতর্কিত বিল পাস করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন জমিতে ইসরায়েলি বসতিস্থাপনে বৈধতা দেওয়া সংক্রান্ত বিতর্কিত বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এই ঘটনায় ফিলিস্তিনের নেতারা এবং মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার পার্লামেন্টের ৬০ জন সদস্যের মধ্যে ৫২ জনই এই প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছেন। তবে এর আগে প্রশাসনের ঊর্ধ্বতন এক আইনজীবী এই প্রস্তাবনাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছিলেন।
প্রস্তাবনা পাসের কিছুক্ষণ পর ফিলিস্তিনি লিবারেশন অর্গ্যানাইজেশন (পিএলও) বলছে, ফিলিস্তিনের জমি চুরিকে বৈধ করলো ইসরায়েল। এতে করে ইসরায়েল সরকার রাজনৈতিক ফয়সালার পথ বন্ধ করে দেবে বলেও উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের দুই দিনের মাথায় জেরুজালেমে বসতি স্থাপন শুরু করে ইসরায়েল।
টিটিএন/এমএস