পাকিস্তানে দেহরক্ষীর গুলিতে আফগান কনস্যুলেট কর্মকর্তা নিহত
পাকিস্তানের করাচি শহরের ক্লিফটন এলাকায় ব্যক্তিগত দেহরক্ষীর গুলিতে আফগান কনস্যুলেটের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আজাদ খান জানিয়েছেন, ব্যক্তিগত মতবিরোধের জের ধরে কনস্যুলেটের লবিতে থার্ড সেক্রেটারি জাকি আদুকে গুলি করেন নিরাপত্তারক্ষী হায়াতুল্লাহ।
হায়াতুল্লাহ আফগান নাগরিক। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডিআইজি জানিয়েছেন, এই ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
এই ঘটনার পর বিদেশী মিশনের কর্মকর্তাদের আবাসস্থলের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে।
ডিআইজি বলেন, ‘আমরা প্রমাণ সংগ্রহ করছি এবং ঘটনা তদন্তে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে।’
টিটিএন/জেআইএম