ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতরত্ন সম্মাননা পাচ্ছেন মদন মোহন মালব্য

প্রকাশিত: ০৫:৫৫ এএম, ৩০ মার্চ ২০১৫

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পদক পাচ্ছেন স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষাবিদ পণ্ডিত মদন মোহন মালব্য। সোমবার রাষ্ট্রপতি ভবনে মরণোত্তর এ সম্মাননা পদক প্রদান করা হবে।

উল্লেখ্য, তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ১৮৬১ সালের ২৫ শে ডিসেম্বর জন্নগ্রহণ করেন মদন মোহন। ১৯০৯ থেকে ১৯১৮ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি।

স্বাধীনতার সময় হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। হিন্দু মহাসভার একজন প্রথম সারির নেতা ছিলেন মদন মোহন মালব্য।

প্রসঙ্গত, মদন মোহন মালব্যকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে সুপারিশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সুপারিশ মেনেই ভারতরত্ন সম্মান দেওয়া হবে মদন মোহন মালব্যকে।

বিএ/আরআইপি