ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যৌথ সামরিক বাহিনী গঠনে সম্মত হয়েছে আরব লিগ

প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৯ মার্চ ২০১৫

আরব লিগভুক্ত দেশগুলো যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয় নীতিগত ভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি। নিরাপত্তা জনিত হুমকি মোকাবেলায় এ বাহিনী গঠন করা হবে বলে জানান তিনি। লোহিত সাগর তীরবর্তী মিশরের নগরী শার্ম-আশ-শেইখে আরব লিগের ২৬তম শীর্ষ অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান সিসি। খবর রেডিও তেহরান।

ফাত্তাহ আস-সিসি জানান, আরব লিগের যৌথ বাহিনী গঠনের বিষয়টি দেখাশোনা করার জন্য আরবিয় দেশগুলোর সেনা বাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করা হবে।

অপরদিকে, আরব লিগ মহা সচিব নাবিল এলআরাবি আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি জরুরি ভিত্তিতে মোকাবেলা করার আহ্বান জানান। এ জাতীয় সংকট একযোগে সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক তৎপরতার মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি আনাসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

আরআই