ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রদ্ধা ভালোবাসায় লি কুয়ানকে শেষ বিদায়

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৯ মার্চ ২০১৫

সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউকে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে দেশটির সর্বস্তরের জণগনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের নেতারা। রোববার সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালচারাল সেন্টারে (ইউসিসি) শেষ হয়েছে তার শেষকৃত্য।

এদিন স্থানীয় সময় দুপুরে লির রাষ্ট্রীয় শেষকৃত্য  শুরু হয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও অসংখ্য মানুষ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখেছে লি’র শবযাত্রার শোক মিছিল।

লি কুয়ানের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দেওয়া বিশ্ব নেতাদের মধ্যে রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো, জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এবং ব্রিটিশ পার্লামেন্টের নেতা উইলিয়াম হেগ।

দুপুর সাড়ে ১২ টায় শুরু হয় শববাহী কফিন নিয়ে শোকমিছিল। ২১ বার তোপধ্বনি, আকাশে জঙ্গি বিমান এবং নৌবাহিনীর দুই জাহাজের মহড়ার মধ্য দিয়ে লির মরদেহ পার্লামেন্ট ভবন থেকে তানজং পাগার হয়ে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

লি কুয়ানের বড় ছেলে এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে এবং রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট টনি তান কেং ফুলের তোড়া দিয়ে শেষকৃত্যানুষ্ঠান শেষ করেন।

জাতীয় সঙ্গীত এবং শপথের মধ্য দিয়ে শেষকৃত্য শেষের পর দেশজুড়ে লি কুয়ানের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।

এএইচ/পিআর