ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যৌনকর্মী মনে হলেই কারাগারে!

প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৯ মার্চ ২০১৫

কাউকে যৌনকর্মীর পোশাক বা দেখতে যৌনকর্মী সন্দেহ হলেই সোজা কারাগারে পাঠিয়ে দেয়া হবে। অবাক হবার কিছু নেই। সম্প্রতি এমনই এক আইন জারি হয়েছে শিল্প-সংস্কৃতির দেশ ফ্রান্সে।

দেশটির কুখ্যাত এলাকা রেড লাইটের সুনাম ফিরিয়ে আনতে নয়া এই আইন জারি করেছে স্থানীয় প্রশাসন। আইন অনুসারে, আঁটোসাঁটো পোশাক ও হাইহিল পরে যে মহিলারা ঘোরাফেরা করবেন তাঁদের যৌনকর্মীর মতো দেখতে মনে হলেই গ্রেফতার করা হবে। আর এজন্য যৌনকর্মীদেরও আইনের কোপ থেকে বাঁচতে সাধারণ পোশাকই পরতে হবে। কারণ, এর থেকে বাদ পড়বেন না যৌনকর্মীরাও।

ওই আইনে অর্থের বিনিময়ে কোনও ব্যক্তিকে যৌনসম্পর্কে আকর্ষণ করার চেষ্টা অবৈধ বলে ঘোষণা করেছে।

ফরাসী আইনসভার উচ্চকক্ষ সেনেটে আগামী সপ্তাহেই প্রস্তাবিত এই আইন নিয়ে ভোটাভুটি হবে। যদিও অর্থের বিনিময়ে যৌনসম্পর্ককারীকে শাস্তির আওতার বাইরেই রাখা হচ্ছে। শুধুমাত্র প্রকাশ্যে যৌন সম্পর্কের জন্য প্রলুব্ধ করার ক্ষেত্রেই আইনে শাস্তির সংস্থান থাকছে।

এদিকে ফ্রান্সের যৌনকর্মীদের সংগঠন এই আইনকে পশ্চাদমুখী আখ্যা দিয়ে তা বয়কট করার ঘোষণা দিয়েছে। সংগঠনের মুখপাত্র ক্লো নাভারো বলেছেন, এই আইনে পোশাকের ভিত্তিতে মেয়েদের অপরাধী বানানো হবে। এছাড়াও পেশাগত কারণে যৌনকর্মীদের এই আইনের শিকার বানানো হবে।

এলএ/পিআর