ওড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ সীমান্তে মাওবাদীদের হামলায় ৭ পুলিশ নিহত
ভারতের ওড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে অবস্থিত কোরাপুটে মাওবাদীদের হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। ১২ জন পুলিশের একটি দল প্রশিক্ষণের জন্য কোরাপুট থেকে কটকের উদ্দেশে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য করেই এই হামলা চালানো হয়। খবর অল ইন্ডিয়ার।
মোগারগুমা জেলার শুনকি সালুর জাতীয় সড়কে পুলিশের বাসটি পৌঁছানোর পরেই বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে। ঘটনাস্থলেই সাত পুলিশ সদস্যের মৃত্যু হয়। বিস্ফোরণে আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিস্ফোরণের তীব্রতায় সড়কে ৭ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। কোরাপুট মাওবাদীপ্রবণ এলাকা। ওই অঞ্চলে বেশ কয়েকবার পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছর ২৬ মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
টিটিএন/আরআইপি