ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কানাডার মসজিদে সন্ত্রাসী হামলায় শিক্ষার্থী অভিযুক্ত

প্রকাশিত: ০৬:২৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

কানাডার কিউবেক শহরের একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এক শিক্ষার্থীকে অভিযুক্ত করেছে পুলিশ। ফরাসী বংশোদ্ভূত ওই কানাডীয় শিক্ষার্থী মসজিদে হামলার ঘটনায় জড়িত ছিল। রোববার মাগরিবের নামাজের সময় চালানো ওই হামলায় ছয়জন নিহত হয়।

আলেকজান্দ্রে বিসসোন্নেতে (২৭) নামের ওই শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আটকের পর অভিযুক্ত ওই ব্যক্তিকে সংক্ষিপ্ত সময়ের জন্য আদালতে হাজির করা হয়েছিল।

৫০ জনের বেশি মুসল্লি রোববার মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়েছিলেন। মুসল্লিদের লক্ষ্য করেই তিনজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। বন্দুকধারীদের হামলায় ১৯ জন আহত হয়। এদের মধ্যে পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে মোহামেদ খাদির নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। তিনি মরক্কোর নাগরিক। হামলায় নিহত ছয়জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

টিটিএন/এমএস

আরও পড়ুন