ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন ব্মিানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে ভারতীয় গ্রেফতার

প্রকাশিত: ০১:৪০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ফর্ক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। পুলিশি হেফাজতে নিয়ে বর্তমানে ওই ভারতীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৫৩ বছর বয়সীর নাম পরমন রাধাকিষণ।

দেশটির গণমাধ্যম বলছে, গ্র্যান্ড ফর্ক বিমানবন্দরের এক ট্রাভেল এজেন্টকে রাধাকিষণ বলেন, তার ব্যাগে বোমা রয়েছে।  তা এ কথা শুনেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এজেন্ট। ঘটনাটি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে রাধাকিষণকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দরের কর্মীর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বোমাতঙ্ক ছড়ান বলে জানিয়েছেন ওই ভারতীয়। মার্কিন পুলিশ কর্মকর্তারা বলেছেন, এই ঘটনা সহজভাবে দেখা হচ্ছে না। নিরাপত্তা সংক্রান্ত যেকোনো বিষয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এসআইএস/পিআর

আরও পড়ুন