ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসন নীতিতে একমত নন থেরেসা মে

প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সঙ্গে একমত নন এবং এ নীতির ফলে যুক্তরাজ্যের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হলে হস্তক্ষেপ করবেন তিনি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, ‘আমাদের দেশের অভিবাসন নীতি যেমন আমাদের সরকার গ্রহণ করবে ঠিক তেমনই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি হল তাদের সরকারের একটি নীতি।’

তিনি বলেন, ‘তবে যুক্তরাষ্ট্রের কঠোর এ অভিবাসন নীতির সঙ্গে আমরা একমত নই এবং তা সমর্থনও করি না। এতে যদি যুক্তরাজ্যের নাগরিকদের ওপর কোন প্রভাব পড়ে তাহলে এর জন্য আমরা সুস্পষ্টভাবেই মার্কিন সরকারের কাছে জানতে চাইবো।’

তেরেসো মে তিন দিনের তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রীর অফিসের মুখপাত্র আরও জানান, ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত আদেশে ব্রিটিশ নাগরিকদের উপর কি প্রভাব পড়তে পারে তা কর্মকর্তারা খতিয়ে দেখছেন। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট

এমএমজেড/এমএস

আরও পড়ুন