ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

মালয়েশিয়ার হাইল্যান্ডসে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। হাইল্যান্ডসে আত্মীয়র বাসায় বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে তার প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিহত বাংলাদেশির নাম মো. বেলাল মিধা (২৮)। একটি বাগানে তার আত্মীয় মালির কাজ করতেন। বুধবার ভোর ৩টার দিকে ক্যামেরন হাইল্যান্ডসের কুয়ালা টেরলা এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছেন তিনি।

ক্যামেরন হাইল্যান্ডসের উপ-পুলিশ সুপার হাসাদিদ এ হামিদ বলেছেন, ভূমিধসে পাহাড়ের পাশের একটি অস্থায়ী ঘর চাপা পড়েছে। এতে একজন নিহত ও আরো এক বাংলাদেশি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন নিহত বেলাল। গভীর রাতে ভূমিধসে ঘর চাপা পড়ে মারা গেছেন তিনি।

‘টানা ও ভারি বৃষ্টিপাতের কারণে ভোর ৩টার দিকে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। আহত বাংলাদেশি ঘরের নিচ থেকে বের হতে সক্ষম হয়েছেন। পরে স্থানীয়রা বেলালের মরদেহ চাপা পড়া ঘরের নিচ থেকে উদ্ধার করেছে।

ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ সুলতানাহ হাজ্জাহ কলসম হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : দ্য স্টার অনলাইন।

এসআইএস/পিআর

আরও পড়ুন