দোভাষীর অভাবে কথা বন্ধ আমিরাত যুবরাজের
ভারতে সফর করছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ জায়েগ আল নাহান। এ কারণে বুধবার হায়দরাবাদ হাউসে ছিল নিরাপত্তার কড়াকড়ি। এর জেরেই নিরাপত্তা বেষ্টনীতে আটকে পড়েছিলেন দোভাষী। ফলে প্রায় তিন মিনিট কোনো কথা হয়নি মোদি এবং আল নাহানের।
যুবরাজ মুহাম্মদ জায়েগ আল নাহানের সঙ্গে বিশেষ বৈঠকে করেন মোদি। বৈঠকের শুরুতে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু তারপরেই যখন যুবরাজ কথা বলা শুরু করলেন তখন উপস্থিত সবাই একবারেই হতভম্ব হয়ে যান।
কারণ যুবরাজ আরবী ভাষায় কথা বলছিলেন। দোভাষী না থাকায় মোদিসহ উপস্থিত অনেকেই তার কথা বুঝতে পারছিলেন না। তাই প্রায় তিন মিনিট চুপ করেছিলেন যুবরাজ।
ঠিক সময়ে দোভাষী উপস্থিত না হতে পারার কারণেই এমন বিপত্তি ঘটেছে বলে জানানো হয়েছে। চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে দেশটিতে সফর করছেন যুবরাজ মুহাম্মদ জায়েগ আল নাহান। যুবরাজকে বিমানবন্দরে আনতে প্রধানমন্ত্রী মোদি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দু’দেশের মধ্যে ১৩ টি চুক্তি স্বাক্ষর হয়।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস