প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য করবে না সৌদি শূরা
প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য করবে না সৌদি শূরা। প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য নিয়ে একটি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন শূরার সদস্যরা।
সৌদির অর্থমন্ত্রী রোববার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, দেশের বাইরে প্রবাসী রেমিটেন্সের ওপর কোনো ফি ধার্য করা হবে না।
অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটবার্তায় জানানো হয়েছে, সৌদি সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মুদ্রা প্রবাহের অবাধ নীতিতে বিশ্বাসী।
জেনারেল অডিটিং ব্যুরোর (জিএবি) সাবেক প্রধান হুসাম আল-আনকারি প্রবাসী রেমিটেন্সের ওপর প্রস্তাবনা পেশ করেছিলেন। এই প্রস্তাবনা অনুমোদন করে শূরার আর্থিক কমিটি।
আনকারির দাবি, এই প্রস্তাবনা সৌদিতে বসবাসকারী প্রবাসীদের উপার্জিত অর্থ খরচ করতে উৎসাহিত করবে। প্রস্তাবনার আওতায় সংগৃহীত ফি সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথোরিটির (সামা) ফান্ডে জমা করা হবে।
কিন্তু পরে অর্থমন্ত্রীর ঘোষণাকে অনুসরণ করেই সৌদি শূরাও প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্যের বিষয়টি বাতিল করে দিয়েছে।
প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্যের জন্য শূরা সদস্যদের মধ্যে ভোট গ্রহণ করা হয়। এতে ৭৩ শতাংশ সদস্যই এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দিয়েছেন।
মঙ্গলবার ৮৬ জন শূরা সদস্য ওই প্রস্তাবনার বিপক্ষে এবং ৩৩ জন সদস্য প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছেন।
শূরা সদস্যদের অনেকের মতেই এই প্রস্তাবনার ফলে প্রবাসীদের কাছে ভুল বার্তা পৌঁছাবে।
টিটিএন/আরআইপি