দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘নগ্ন ছবি’ ঘিরে বিতর্ক
রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে দেশটিতে এবার নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। দক্ষিণ কোরিয়ার এ নারী প্রেসিডেন্টের ‘নগ্ন চিত্রকর্ম’র প্রদর্শনী ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রেসিডেন্ট পার্কের নগ্ন একটি ছবি স্থান পায়। প্রেসিডেন্টের নগ্ন ছবি দেখে প্রদর্শনীতে আসা দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। পরে পার্ক গিউন হে’র ওই ছবি ছিঁড়ে ফেলেন তারা।
ছবিতে দেখা যায়, তিন বছর আগে ডুবে যাওয়া সিউল ফেরিতে নগ্ন হয়ে ঘুমিয়ে আছেন পার্ক। ২০১৩ সালের ওই ফেরি দুর্ঘটনায় দেশটির অন্তত চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
‘ডার্টি স্লিপ’ শিরোনামের ছবিটিতে প্রেসিডেন্ট পার্কের ঘণিষ্ঠ বন্ধু চেই সুন সিলকে ফুল আনতে দেখা যায়। এতে পার্কের অপর এক বন্ধুকেও দেখা যায়।
এর আগে প্রেসিডেন্ট পার্কের ঘণিষ্ঠ এই বন্ধুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তারা তা প্রত্যাখ্যান করেন। গত বছরের এক কেলেঙ্কারিতে জড়িয়ে পার্ক দেশটিতে অভিশংসিত হন। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে পার্ককে অভিশংসনের বিষয়টি ঝুলন্ত রয়েছে। আগামী জুনে এ বিষয়ে আদালত সিদ্ধান্ত জানাবে।
সূত্র : বিবিসি।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?