মোদিকে ট্রাম্পের ফোন, সুসম্পর্কের ইঙ্গিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন তালিকার প্রথম পাঁচেই রয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা শুরু করলেন ট্রাম্প। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে বেশ কিছু বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরে গত চার দিনে দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো ছাড়া নতুন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল ও মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
মোদির সঙ্গে ফোনালাপে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা।
নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। সেসময় মোদি জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এতো বছর ধরে তৈরি হওয়া কৌশলগত সম্পর্কের ওপর ভিত্তি করেই আগামী দিনগুলোতে এগিয়ে যাবেন তারা। তবে সম্পর্কের ক্ষেত্রে বারাক ওবামার সঙ্গে মোদির যে রসায়ন তৈরি হয়েছিল, নতুন করে ট্রাম্পের সঙ্গে তেমন সম্পর্ক গড়ে ওঠবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।
টিটিএন/পিআর