ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুই হাজার টাকার নোট বাতিল করতে পারে ভারত

প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

ভারতে ২০১৯ সালে সাধারণ নির্বাচনের আগে ২০০০ টাকার নোট বাতিল হতে পারে। গত বছরের শেষের দিকে হঠাৎ করেই ৫০০ এবং ১০০০ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। তারপরেই নতুন ২০০০ হাজার নোট চালু করা হয়। খবর সিয়াসাত নিউজের।

সমাজকর্মী অনিল বোকিল জানিয়েছেন, সাধারণ নির্বাচনের আগে ২০০০ টাকার নতুন নোট বাতিল করা হতে পারে।

তিনি বলেছেন, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। কিন্তু ২০০০ হাজার টাকার নোট বাতিল হলে সাধারণ মানুষের এতটা ভোগান্তি হবে না আর অর্থনীতিতেও তা বেশি প্রভাব ফেলবে না।

রাজনৈতিক দলগুলোকে অনুদান দেয়ার বিষয়েও কথা বলেছেন অনিল। তিনি বলেন, এসব অনুদানের বিষয়ে সতর্ক থাকা উচিত।

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পক্ষে ছিলেন অনিল। তার মতে, নোট বাতিলের সুফল পাবে দেশবাসী। এর মাধ্যমে অবৈধ অর্থ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এটা কঠিন হলেও অসম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

টিটিএন/এমএস

আরও পড়ুন